''আমার মতে এদেশে শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ - এদেশে কারুরই নিরাপত্তা নেই৷ 😞 সব জাতি যদি নিরাপদে থাকে তাহলে তো কোথাও হামলা হবেনা, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হবেনা বা হওয়ার কথা নয় ৷'' কুরআনের অবমাননা, হিন্দুদের উপর হামলা এগুলা হয়তো কোন দল বা গোষ্ঠীর ষড়যন্ত্র । একজন মানুষ বা কোন দল (গোষ্ঠীর) কেউ অপরাধ করে থাকলে, তাই বলে পুরো হিন্দু-মুসলিমদের বা কোন দল (গোষ্ঠীর) উপর দোষ চাপানো ঠিক হবেনা। যেগুলার কোন প্রশ্ন আসেনা সেগুলা দেখতে হলো বাংলাদেশে, শেষমেশ আমাদের #ফেনীতেও , যা আসলে কল্পনার বাইরে। 😑 কেন ভাই বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট-ই বা হবে কেন!!! সবাই যার যার ধর্ম নিয়ে প্রতিবাদ করবে কেন, প্রতিবাদী পোস্ট দেখতেই বা হবে কেন? উপযোগ সৃষ্টিই বা হবে কেন? উপযোগ সৃষ্টি করে কারা? এগুলা করে লাভটা কি বা লাভটা কার আসলে? কে বা কারা কাজ করতেছে এগুলা নিয়া? 🤔 কুরআন কে অবমাননা করতে হবেই বা কেন, হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিতে হবেই বা কেন? কুরআন কি আসলেই হিন্দুরা অবমাননা করলো? আগুন কি সত্যিই মুসলমানরা দিয়েছিলো? ( রংপুরের হিন্দুরাতো বলতেছে, সেই এলাকার কোন মুসলিম এ কাজ করতে পারেনা, ...