চাপাবাজ এবং মিথ্যাবাদীঃ আমাদের দেশ এবং সমাজে অনেক রকম লোকের বসবাস এবং এর মধ্যে কিছু লোক চাপাবাজ এবং মিথ্যাবাদী হয়ে থাকে। সমাজের এসব শ্রেনীর মানুষ সবসময় অন্যকে ছোট করে কথা বলে। নিজের কোন অর্জন থাকলে সেটাকে সে বড় করে দেখে এবং যদি কিছু নাও থেকে থাকে চাপার মাধ্যমে সেটাকে প্রসারিত করে। তারা বিশেষ করে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে প্রতিনিয়ত।
মানুষকে বোকা বানানোঃ তারা বিশেষ করে চাপাবাজীর মাধ্যমে মানুষকে বোকা বানায়। মানুষকে বোকা বানানোর ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া স্বাভাবিক ব্যাপার তাদের জন্য। অবশ্যই তাদের চাপাবাজী একসময় মানুষ বুঝে যায়। তখন আর হাজারো চাপায় আর মিথ্যার আশ্রয় নিয়ে লাভ হয়না।
নিজেকে বুদ্ধিমান ভাবাঃ তারা সবসময় নিজেকে বুদ্ধিমান দাবি করে। তারা নিজেকে নিজে শেয়াল বলে দাবি করে বাকিদের মনে করে গাধা। প্রকৃত পক্ষে তারা নিজেরাই গাধা প্রকৃতির এবং তাদের ব্যাক্তিত্ব, সম্মান নিচুস্তরে চলে যায়। একসময় তারা বুঝতে পারে সে নিজেই বোকা।
অহংকারী এবং হিংসুকঃ এসব স্বভাবের মানুষ হয়ে থাকে অহংকারী এবং হিংসুক স্বভাবের। সবসময় নিজের দাম্ভিকতা, অহংকার এবং হিংসুক মনোভাব নিয়ে চলে। এরা অন্যকে ছোট করে কথা বলে, অন্যের ভালো কিছুকে তুচ্ছতাচ্ছিল্য করে বেড়ায়। অথচ নিজের ভালো কিছু নাই বললেই চলে। এরা কখনো পরোপকারী হয়না, নিজেরটাই আগে দেখবে।
ব্রেইন ওয়াশঃ এরা সাধারণত মানুষকে ব্রেইন ওয়াশ করে বেড়ায় তাদের চাপাবাজী এবং মিথ্যাচারের মাধ্যমে। একসময় তাদের চাপাবাজী মানুষ বুঝে যায় তখন আর ব্রেইন ওয়াশে কাজ হয়না।
সুকৌশলঃ এরা সাধারণত সুকৌশলে মানুষকে প্রতারিত করে থাকে। বিশেষ করে এদের কৌশলে আক্রান্ত হয় সহজ-সরল মানুষগুলো। কথার জালে মানুষকে আক্রান্ত করে বেড়ায়।
পরিশেষে বলা যায়, কখনো চাপাবাজ মানুষকে বিশ্বাস করা যাবেনা। তারা কিছু বললে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনার নিজের দক্ষতা এবং কৌশল প্রয়োগ করতে হবে। গবেষণায় দেখা গেছে, চাপাবাজ মানুষরা মিথ্যাবাদী হয়ে থাকে। তাই চাপাবাজদের থেকে সাবধান। এরা দেশ,সমাজ এবং পরিবারের শত্রু।
#Jijaheed


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন