The time will come one day, sooner or later.Then the game will be played...
করোনা ভাইরাসের আক্রমণ থেকে সচেতন থাকার চেষ্টা করুন সবাই। নিয়মকানুন গুলো পড়ুনঃ খা ওয়ার আগে পরে বা কাজ করার পর ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ভিটামিন "সি" যুক্ত খাবার খান,কমলা,মাল্টা,লেবু ইত্যাদি প্রতি রাতে গরম পানির সাথে লেবু সিদ্ধ করে পান করতে পারেন। আক্রান্ত ব্যাক্তিদের থেকে দুরত্ব বজায় রাখুন। প্রতিদিন ফোটানো পানি পান করুন। জ্বর,সর্দি,কাশি,গলা ব্যাথা,শরীল ব্যাথা বা ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ নিন এবং কল করুন ১৬২৬৩ এ নাম্বারে। Covid-19 অসুখ হলে ঘাবড়ানো যাবেনা। কারন স্বাভাবিকভাবে ও জ্বর, সর্দি,কাশি হতে পারে। এতে ১৪ দিন নিজে নিজের ঘরে থাকুন,আশে পাশের এবং পরিবারের মানুষদের বাচান। বিদেশ ফেরত দের সংস্পর্শে যাবেন না। বিদেশ ফেরত দের ১৪ দিন ঘরে থাকার জন্য বলুন না হলে আইনগত ব্যবস্থা নিন। ইসলাম ধর্মে - পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ইসলামের বিধি নিষেধ মেনে চলুন...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন