সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ধর্মীয় সম্প্রীতি এবং বাংলাদেশ।


 ''আমার মতে এদেশে শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ - এদেশে কারুরই নিরাপত্তা নেই৷ 😞

সব জাতি যদি নিরাপদে থাকে তাহলে তো কোথাও হামলা হবেনা, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হবেনা বা হওয়ার কথা নয় ৷'' 


কুরআনের অবমাননা, হিন্দুদের উপর হামলা এগুলা হয়তো কোন দল বা গোষ্ঠীর ষড়যন্ত্র ।

একজন মানুষ বা কোন দল (গোষ্ঠীর) কেউ অপরাধ করে থাকলে, তাই বলে পুরো হিন্দু-মুসলিমদের বা কোন দল (গোষ্ঠীর) উপর দোষ চাপানো ঠিক হবেনা।


যেগুলার কোন প্রশ্ন আসেনা সেগুলা দেখতে হলো বাংলাদেশে, শেষমেশ আমাদের #ফেনীতেও , যা আসলে কল্পনার বাইরে। 😑


কেন ভাই বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট-ই বা হবে কেন!!!


সবাই যার যার ধর্ম নিয়ে প্রতিবাদ করবে কেন, প্রতিবাদী পোস্ট দেখতেই বা হবে কেন?

উপযোগ সৃষ্টিই বা হবে কেন? উপযোগ সৃষ্টি করে কারা? এগুলা করে লাভটা কি বা লাভটা কার আসলে? কে বা কারা কাজ করতেছে এগুলা নিয়া? 🤔


কুরআন কে অবমাননা করতে হবেই বা কেন, হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিতে হবেই বা কেন?

কুরআন কি আসলেই হিন্দুরা অবমাননা করলো?

আগুন কি সত্যিই মুসলমানরা দিয়েছিলো?


( রংপুরের হিন্দুরাতো বলতেছে, সেই এলাকার কোন মুসলিম এ কাজ করতে পারেনা, তাহলে করতেছে কারা? এবং কোন হিন্দুও পবিত্র বাণী কুরআন অবমাননা করতে পারে বলে মনে হয়না । নিজের ঘাড়ে বিপদ কে বা ডেকে আনবে? রহস্যজনক ব্যাপারটা। 😵 ( News link in first comment)


সবাই সবার ধর্মকে ভালোবাসে স্বাভাবিক ব্যাপার।

মানুষ সবাই-ই শান্তি খুজে, ধর্ম ও তাই বলে।

একজন ভালো মানুষ কখনো অন্য ধর্মের কাউকে কষ্ট দেবেনা এটা আমার বিশ্বাস।


সবাই এদেশেরই নাগরিক, এগুলা ত দেশের সম্মান বয়ে আনেনা। একজন প্রকৃত দেশ প্রেমিক, (হিন্দু-মুসলিম) তা ভালো করেই জানে।

এগুলা কোনদিন দেশের সম্মান বয়ে আনেনা, বরং আমার আপনার দেশেরই ক্ষতি, সাধারণ মানুষদেরই ক্ষতি। 😑


এগুলার মাধ্যমেই হয়তো ষড়যন্ত্রকারীরা জয়লাভ করবে বা করার চেষ্টা করতেছে । আল্লাহ ভালো জানেন। 💝


বরং একটা দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাস করা সুন্দর, সম্প্রীতির এবং সম্মানের, একটি বাগানে যেমন নানা ফুল ফুটে, ঠিক তেমনই সুন্দর । 😊


সবাই সবার স্বার্থ বুঝে, বুঝে শুনে কেউ কখনো ভেজাল সৃষ্টি করেনা। আমার মতে এগুলা কোন ষড়যন্ত্র। যা সাধারণ হিন্দু-মুসলিমদের মাঝে উস্কানিমূলক, ঘৃণামূলক পরিবেশ সৃষ্টি করতেছে।


আপনার এবং আমাদের দ্বারা অন্য কোন ধর্মের কেউ যেন কষ্ট না পায়, সেই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের।

নবী রাসুলের (সাঃ) আদর্শে প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করি আমরা। 


ধর্মকে এতই ভালোবাসলে আজকে কে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? আজকে কে কাকে কতটা কষ্ট দিয়েছেন, আজকের কথায় ভাবুন আপনি কতটা ধার্মিক।

ইসলাম ধর্মের সুন্দর্য কতটুকু তুলে ধরছেন অন্য ধর্মের লোকের কাছে??? ধর্ম পালন করা এতই সহজ?? 😞


"ইসলাম একমাত্র শান্তির ধর্ম", যে ধর্মের ছায়াতলে অন্য ধর্মের লোকেদের ভালোবাসার এবং শান্তিতে রাখার কথা বলা হয়েছে। কারো কোন ধর্মের প্রতি আপনার যদি ঘৃণা থাকে, রিসার্চ করুন এবং জানুন সেই ধর্মকে।😊


এদেশ এত সহজে স্বাধীন হয়নি, অনেক তাজা প্রানের বিনিময়ে এদেশের জন্ম" 

পাকিস্তান-ইন্ডিয়াকে নয়, ভালোবাসুন নিজের দেশকে, ভালোবাসুন নিজের জন্মস্থান #বাংলাদেশকে 🇧🇩! 


স্বাধীন দেশে অন্যকোন দেশ যেন হস্তক্ষেপ করতে না পারে। নিজ দেশে বাস করে পরবাসী হবেন না কেউ।

ক্ষতি আমার এবং আপনারই হবে।

লাভের বেলায় শুন্য, সবাই ফায়দা লুটে নেবে। দিনশেষে সবাই আমরা-আমরাই, সবাই #বাংলাদেশি। 😊


যাইহোক, দেশের এ পরিবেশ এবং পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলো। শান্তিতে থাকতে হলে মিলেমিশে বাস করতে হবে সব ধর্মের মানুষদের।


দেশ এবং দেশের মানুষদের ভালোবাসার মাধ্যমেই দেশের সুনাম বয়ে আসবে। আমি মুসলিম আমাকে আপনার ভালোবাসতে হবে, আপনি হিন্দু আপনাকেও আমার ভালোবাসতে হবে। 😊


একে অপরের প্রতি ভালোবাসা, সহযোগিতা এবং সম্মানের মাধ্যমেই আপনার এবং আমার শান্তি বিরাজমান। একে অপরের মধ্যে "ঘৃনা" কখনো শান্তি বয়ে আনেনা কোনদিন। 💖


"জিতে যাক একে অপরের প্রতি ভালোবাসা , হেরে যাক একে অপরের প্রতি ঘৃনা নামক শব্দটা। সম্প্রীতি বজায় থাকুক যুগ যুগ ধরে" 💖


দিনশেষে সবাই বাঙালী আমরা.... ভালোবাসি নিজের দেশ এবং দেশের মানুষকে। 💝


#jijaheed

( ১৮-১০-২০২১ )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"মানুষ বড় হয় তাহার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে"

"মানুষ বড় হয় তাহার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে"

করোনা ভাইরাস Covid-19 আজই সচেতন হোন।

করোনা ভাইরাসের  আক্রমণ থেকে সচেতন থাকার চেষ্টা করুন সবাই। নিয়মকানুন গুলো পড়ুনঃ  খা ওয়ার আগে পরে বা কাজ করার পর ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ভিটামিন "সি" যুক্ত খাবার খান,কমলা,মাল্টা,লেবু ইত্যাদি প্রতি রাতে গরম পানির সাথে লেবু সিদ্ধ করে পান করতে পারেন। আক্রান্ত ব্যাক্তিদের থেকে দুরত্ব বজায় রাখুন। প্রতিদিন ফোটানো পানি পান করুন। জ্বর,সর্দি,কাশি,গলা ব্যাথা,শরীল ব্যাথা বা ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ নিন এবং কল করুন ১৬২৬৩ এ নাম্বারে। Covid-19 অসুখ হলে ঘাবড়ানো যাবেনা। কারন স্বাভাবিকভাবে ও জ্বর, সর্দি,কাশি হতে পারে। এতে ১৪ দিন নিজে নিজের ঘরে থাকুন,আশে পাশের এবং পরিবারের মানুষদের বাচান।  বিদেশ ফেরত দের সংস্পর্শে যাবেন না। বিদেশ ফেরত দের ১৪ দিন ঘরে থাকার জন্য বলুন না হলে আইনগত ব্যবস্থা নিন। ইসলাম ধর্মে - পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ইসলামের বিধি নিষেধ মেনে চলুন...

ক্ষনস্থায়ী জীবন

একদিন এই ক্ষনস্থায়ী পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে। রেখে যাবে তার কর্মের ফলাফল,রেখে যাবে কিছু সৃতি। এরই মাঝে কিছু মানুষ মানুষের হৃদয়ে বেঁচে থাকে আজীবন। তার সৎ চলা এবং পরোপকারী জীবনের জন্য। সহজে বলা যায় "কীর্তিমানের মৃত্যু নাই,তারা বেঁচে থাকে মানুষের হৃদয়ে" যুগ যুগ ধরে। সুতরাং,আসুন আমরা ও সৎ এবং পরোপকারী হই। এটাইতো জীবন।